সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মহির উদ্দিন (৪৬)। তিনি শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবু আক্কাছের ছেলে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি মহির উদ্দিনকে  দশ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে উপজেলার প্রাণনাথপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আম্বিয়া খাতুন ওরফে দুলিয়ার সঙ্গে মহির উদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আম্বিায়াকে নির্যাতন করতেন মহির। এর জেরে ২০১২ সালের ২৪ অক্টোবর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আম্বিয়ার গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন মহির।

এ ঘটনায় আম্বিয়ার আম্বিয়ার ভাই সেরাজুল ইসলাম বাদী হয়ে মহিরের বিরদ্ধে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত। ছয় বছর পর মামলায় মহির উদ্দিনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

Share this news on: