দেশে প্রথম ‘মাদক বিজ্ঞানী’ গ্রেফতার

নিজে মাদক সেবন করেন না, কিন্তু আমেরিকায় পড়াশুনার সময় নতুন মাদকে আগ্রহ জন্মে ওনাইসী সাঈদ ওরফে রেয়ার সাঈদের। সেই আগ্রহ থেকে বিভিন্ন অপ্রচলিত ও নতুন মাদক বিদেশ থেকে কখনও নিজে আবার কখনও পার্সেলে আমদানি করতেন। আর টাকা পাঠাতেন হুন্ডিতে। 

র‌্যাব বলছে, নতুন নতুন মাদক কীভাবে উৎপাদন, আমদানি, রফতানি ও বাজারজাত করা যায় তা নিয়ে বিস্তর অধ্যয়ন করতেন ওনাইসী সাঈদ। 

র‍্যাবের তথ্য বলছে, ২০১৪ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন সঈদ। দেশে এসে পরিচয় হয় ফয়সাল নামক
একজনের সাথে। থাইল্যান্ড থেকে বর্তমানে কানাডায় অবস্থান করা ফয়সালেই নতুন মাদকের সরবরাহকারী। তার মাধ্যমেই সাঈদ আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হন। এরই মধ্যে বাংলাদেশে ৭-৮ জনের দলও তৈরি করেছেন তারা।
 
নতুন নতুন্সব মাদকের ক্রেতা ছিলো অধিকাংশ ধনাঢ্য পরিবারের সন্তানেরা। অভিজাত এলকায় বিভিন্ন পার্টিতে এবং বিভিন্ন হোটেল-বারে ও পার্টিতে সরবরাহ করা হতো এসব মাদক।  

Share this news on: