ডলার শেষ পর্যন্ত সর্বোচ্চ কত দামে? সরাসরি....

দেশে খোলাবাজারে ডলারের ১১৫ টাকা ছুঁয়েছে গতকাল, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত ২৭ জুলাই খোলাবাজারে ডলারের দর উঠেছিল ১১২ টাকা। সোমবার হঠাৎ করেই খোলাবাজারে প্রতি ডলার ১০৮ থেকে বাড়তে-বাড়তে তা ১১৫ টাকায় পৌঁছে। 

আজও তার ব্যাতিক্রম নয়। ডলারপ্রতি ২ টাকা কমে খোলাবাজারে বিক্রি হচ্ছে ১১৩ টাকায়। দাম বৃদ্ধির ফলে ক্রেতার উপস্থিতি কম লক্ষ করা গেছে ধানমন্ডি ২৭ নম্বর এলাকার মানি এক্সচেঞ্জ দোকানগুলোতে। এসময় ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানায়, ডলারের বাজার নিয়ন্ত্রণ না করে বাজারের উপর ছেড়ে দেওয়া উচিত। 

Share this news on: