বিএনপি নেতা জিকে গউছ জামিনে মুক্ত

জামিনে মুক্তি পেলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছসহ ১৪ নেতাকর্মী।

১৩ দিন কারাভোগের পর রোববার উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্তি পেয়েছেন তারা।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- জিকে গউছের ছোটভাই জিকে গাফফার, বিএনপি নেতা ইউপি মেম্বার ছামিউন বাছির, যুবদলের সিনিয়র সহসভাপতি কুহিনুর আলম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জহিরুল হক শরীফ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, ছাত্রদল নেতা গোলাম মাহবুব, যুবদল নেতা এমদাদুল হক বাবুল, এনামুল হক এনাম, আফিল উদ্দিন মেম্বার, আবদুস সাহেদ, শাহরিয়ার সৌরভ, সুমন মিয়া ও মিজানুর রহমান বাবুল।

এর আগে জিকে গউছসহ ১৪ নেতাকর্মী হাইকোর্টে জামিন আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দলীয় নেতাকর্মীরা তাকে কারাফটক থেকে শোডাউন দিয়ে নিয়ে আসেন।

উল্লেখ্য, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জ পৌরসভার পদত্যাগী মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছ।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল, হামলা ও মারপিটের অভিযোগে জিকে গউছকে প্রধান আসামি করে চারটি মামলা করা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি এ চারটি মামলায় হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।

 

টাইমস/জেডটি

Share this news on: