উপজেলা নির্বাচনে খুলনায় আ. লীগের বিদ্রোহী প্রার্থী ১৬

উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ৯ উপজেলার মধ্যে আটটিতেই চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী রয়েছে আওয়ামী লীগের। আট উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন দাখিল করেছেন ১৬ জন বিদ্রোহী প্রার্থী।

সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশনে এই মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা।

নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ৯টি উপজেলায় ৩৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৯টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে জেলার বাটিয়াঘাটা উপজেলা বাদে ৮ টি উপজেলায় একাধিক প্রার্থী রয়েছেন। খুলনার দাকোপ, দিঘলিয়া ও কয়রা উপজেলায় তিনজন করে। ফুলতলা, পাইকগাছা ও তেরখাদা উপজেলায় চারজন করে। ডুমুরিয়ায় পাঁচজন, রূপসায় ছয়জন করে বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বাটিয়াঘাটার আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আলম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে খুলনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, আমরা চাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। কারণ ভোটের অধিকার সবার আছে। বিষয়টি কেন্দ্র থেকে খুলে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচনে খুলনায় ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: