আজ থেকে কার্যকর নতুন নিয়ম, মানুষ কিভাবে মানিয়ে নিচ্চে? সরাসরি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস-আদালতের সময় পরিবর্তন করে এগিয়ে আনা হয়েছে। আজ বুধবার থেকে বাংলাদেশ সচিবালয়সহ দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক খোলা হবে সকাল ৯টায় এবং কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এখন থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার দুই দিন বন্ধ থাকবে। এছাড়া আমনের সেচ সুবিধায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।

তারই লক্ষ্য হিসেবে আজ রাজধানীর ১৫ নম্বর বাস স্টেশনে গিয়ে দেখা যায়, তুলনামূলক আগের থেকে যাত্রীর চাপ বেড়েছে। যাত্রীদের চাপ বাড়লেও বাড়েনি বাসের সংখ্যা, ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে অফিসগামী যাত্রীদের। সকাল ৭ টা থেকে ৮ টা পর্যন্ত পূর্বে যেসব বাস চলাচল করতো  এখনো তার সংখ্যা একই রয়েছে বলে জানান একজন বাস কর্তৃপক্ষ।  সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই সময়ে আগের তুলনায় বাসের সংখ্যা বৃদ্ধির দাবি জানান যাত্রীরা।

Share this news on: