নতুন সূচিতে অফিস শুরু, কর্মমুখর সচিবালয়

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টায় নতুন সময়সূচি মেনে অফিসে উপস্থিত হয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশের সর্ববৃহৎ সরকারি অফিস সচিবালয় বুধবার সকালে দেখা যায়—-মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম মেনে অফিস শুরু করেছেন। পূর্বনির্ধারিত সময় মেনেই সরকারি কর্মকর্তাদের বহন করা গাড়ি সচিবালায় এসে পৌঁছায়।

নতুন সময়সূচি অনুযায়ী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকাল ৮টা থেকে অফিস করছেন।

গত সোমবার (২২ আগস্ট) জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সারাদেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারণ করল- রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

Share this news on: