বাংলাদেশের চেয়ে বেশি এখন ইরাকের রিজার্ভ

ইরাকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (সিবিআই) ডেপুটি গভর্নর আম্মার খালাফ এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৯ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। গত জুলাইয়ে এ তথ্য দেয় কেন্দ্রীয় ব্যাংক। সে হিসাবে এখন এদেশের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি ইরাকের রিজার্ভ।

 করোনার অভিঘাত না কাটিয়ে উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জেরবার গোটা বিশ্ব। এতে অন্যান্য পণ্যের মতো বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর রেশ হিসেবে ইরাকে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরাকের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮০ বিলিয়ন ডলারের ওপরে। শিগগির তা আরও বাড়বে।

Share this news on: