চাঁদে স্নায়ুযুদ্ধ পরবর্তী প্রথম মানুষ পাঠানোর প্রক্রিয়া শুরু

অ্যাপোলো যুগের ৫০ বছর পরে আবারও চাঁদের বুকে ফিরতে চাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ জন্য প্রস্তুত করা বিশাল স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেট আর্টিমেস-১ আজ চাঁদের উদ্দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু করতে যাচ্ছে।

স্নায়ুযুদ্ধের পরে চাঁদকে কেন্দ্র করে আর্টিমেস প্রজেক্টই হতে যাচ্ছে সবচেয়ে বড় বৈজ্ঞানিক কর্মকাণ্ড।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করবে আর্টিমেস-১। নাসার ইউটিউব চ্যানেলে এই উৎক্ষেপণ সরাসরি দেখা যাবে।


আর্টিমেস-১ উৎক্ষেপণ সরাসরি দেখতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস কেনেডি স্পেস সেন্টারে উপস্থিত থাকবেন।

এই বিশালাকৃতির রকেটটি ওরিয়ন নামের একটি মনুষ্যবিহীন ক্যাপসুলকে পরীক্ষামূলকভাবে চাঁদের চারপাশে চালিত করবে।

Share this news on: