সুইডেনের মন্ত্রী হলেন ২৬ বছরের ইরানি নারী

সুইডেনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মন্ত্রিপরিষদে জলবায়ু মন্ত্রী হিসাবে মনোনয়ন পেয়েছেন ২৬ বছর বয়সী ইরানি নারী রোমিনা পৌরমোখতারী। 

গত মঙ্গলবার কিশোর জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গের নেতৃত্বে সবচেয়ে কম বয়সী এই নারী মন্ত্রীর নামকরণ করা হয়েছে ।

সুইডেনের নতুন সরকার ক্রিস্টারসন একটি ডানপন্থী জোটের নেতৃত্ব দিচ্ছেন ; যা ডেমোক্র্যাটদের সমর্থন করে। তবে অতীতে রোমিনা পৌরমোখতারী সুইডেন ডেমোক্র্যাটস (এসডি) এর সাথে তার দলকে ঘনিষ্ঠভাবে সারিবদ্ধ করার জন্য ক্রিস্টারসনের পদক্ষেপের স্পষ্ট সমালোচক ছিলেন বলে জানা যায়। এছাড়া তিনি লিবারেল পার্টির যুব শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও তার রাজনৈতিক প্রোফাইলে জলবায়ু আছে বলে জানা যায়নি।

রোমিনা পৌরমোখতারী স্টকহোমের একটি ইরানি বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং উত্তরাধিকার সূত্রে তিনি জলবায়ু ও পরিবেশ বিষয়ক পোর্টফোলিও পেয়েছেন। বর্তমানে তিনি ২৭ বছর বয়সে ( সবচেয়ে কম বয়সী ) মন্ত্রী হওয়ার আগের রেকর্ডটিও ভেঙ্গে সাড়া জাগিয়েছেন। 
( ডন অবলম্বনে )

Share this news on: