সিত্রাংয়ের প্রভাবে অর্ধকোটি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ের প্রভাবে’ দেশে প্রায় এক-তৃতীয়াংশ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপকূলীয় এলাকায় প্রায় অর্ধকোটি গ্রাহক অন্ধকারে রয়েছে বলে জানা গেছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহক রয়েছে ৪৪ লাখের মতো। আরইবি বলছে, সন্ধ্যা যতই ঘনিয়ে আসছে, ঝড়ের আওতা ততই বাড়তে থাকায় একে একে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পল্লী বিদ্যুতের চাঁদপুর, যশোর, ফরিদপুর, খুলনা, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, নোয়াখালী, শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরিশাল, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, মাগুরা, মানিকগঞ্জ সমিতির প্রায় ৪৪ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে, বিকাল নাগাদ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলা একেবারেই বিদ্যুৎ বিতরণের বাইরে চলে গেছে। এ জেলাগুলো হচ্ছে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও মাগুরা। ওয়েস্ট জোনের এসব এলাকায় ১২ লাখের কাছাকাছি গ্রাহক রয়েছে।

Share this news on: