আরও একবছর চিনি রপ্তানিতে সীমা বেঁধে রাখবে ভারত



ভারত বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী এবং দ্বিতীয় বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশ।

বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত চিনি রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত চিনি রপ্তানিতে বিধিনিষেধ বলবৎ রাখবে ।
শুক্রবার ভারত সরকার বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। 
এরআগে নিজ দেশে চিনির মূল্যবৃদ্ধি ঠেকাতে চলতি বছরের মে মাসে চিনি রপ্তানিতে বিধিনিষেধ জারি করে ভারত সরকার। তখন বলা হয়েছিল এ বছরের অক্টোবর পর্যন্ত বড়জোর এক কোটি টন চিনি রপ্তানি করা হবে এবং রপ্তানির আগে ব্যবসায়ীদের সরকারের কাছে থেকে অনুমতি নিতে হবে। ওই ঘোষণার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে চিনির দাম এক শতাংশ বেড়ে যায়। 

চলতি মাসেই ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এ বছর ভারতে রেকর্ড পরিমাণ চিনি উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।  

ভারত বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ এবং একই সাথে দ্বিতীয় বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশ। 

Share this news on: