ব্রাজিলে লুলার প্রত্যাবর্তন, বোলসোনারো পরাজিত

সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী জাইর বলসোনারোকে পরাজিত করেছেন।

লুলা ২০১৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারেননি কারণ তিনি তখন কারাগারে ছিলেন ।

দুর্নীতির অভিযোগে জেলে ছিলেন তিনি সেখান থেকে বেরিয়ে তার এই প্রত্যাবর্তন। 


জাইর বলসোনারো হেরে গেলেও, তার ঘনিষ্ঠ আইন প্রণেতারা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন, যার ফলে লুলা আইনসভায় তার নীতির কঠোর বিরোধিতার মুখোমুখি হবেন।

লুলা তার বিজয়ী বক্তৃতায় বলেছেন যে , তিনি সমস্ত ব্রাজিলিয়ানদের জন্য শাসন করবেন এবং কেবল যারা তাকে ভোট দিয়েছেন তাদের জন্য নয়। 

তিনি বলেন, "এই দেশে শান্তি ও ঐক্য দরকার। এই জনসংখ্যা আর যুদ্ধ করতে চায় না।"

Share this news on: