খালেদাকে মুক্ত করার পথ দেখালেন নাসিম

শুধু প্রেস ব্রিফিং আর  লোক দেখানো আন্দোলন করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সবাইকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের মত শপথ নিয়ে জাতীয় সংসদে এসে সরকারের কঠোর সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে চৌদ্দ দলের এক সভার পর এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা আশা করব বিএনপিসহ অন্যান্য দলের যারা নির্বাচিত হয়েছেন, তারা পার্লামেন্টে আসবেন। পার্লামেন্টে এসে সরকারের ভুল ধরিয়ে দেবেন। সরকারের কঠোর সমালোচনা করবেন। এই পথে আপনাদের থাকতে হবে। অন্য পথে শুধু প্রেস ব্রিফিং করে, নামকাওয়াস্তে কয়েকটি লোক দেখানো আন্দোলন করে আপনাদের নেত্রীকে মুক্ত করতে পারবেন না।’

একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবির পর কারচুপির অভিযোগ তুলে সংসদে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেনের ঐক্যফ্রন্ট। কিন্তু ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মনসুর জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বৃহস্পতিবার শপথ নিয়ে সংসদে যোগ দিয়েছেন।

এভাবে তার শপথ নেওয়াকে ‘রাজনৈতিক ছলনা’ ও ‘জাতির সঙ্গে প্রতারণা’ হিসেবে বর্ণনা করছেন বিএনপি নেতারা। আর গণফোরাম সুলতান মনসুরকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবারও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, তারা শপথ নেবেন না, সংসদেও যাবেন না।

একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করা বিএনপি ও তাদের শরিকরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিচ্ছে না।

চৌদ্দ দলের মুখপাত্র নাসিম মনে করছেন, উপজেলা নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নিজেদের ‘ধ্বংসের’ দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘নির্বাচন বর্জন করে গত কয়েক বছরে তারা নির্বাচন ভণ্ডুল করতে পারে নাই। আবারও তারা নির্বাচন বর্জন করে ভুল পথে গিয়ে দলকে ধ্বংস করে দিচ্ছে।’

 

 

 টাইমস/এসআই

Share this news on: