এক নজরে দেখে নেয়া যাক, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

গত রাতের দুটি ম্যাচ দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 'দ্য গ্রেটেস্ট অন আর্থ'খ্যাত ফিফা বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে।। অঘটন, নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়িয়ে  যেখানে আটটি গ্রুপের ৩২ দল থেকে বিশ্বকাপ এখন নেমে এসেছে ১৬ দলে। তাই বিশ্বকাপের মূল লড়াই শুরু হচ্ছে আজ থেকেই।

চলুন দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সূচি:

দ্বিতীয় রাইন্ডের শুরুতেই আজ শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় আহমেদ বিন অলি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া।

রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯ টায় দোহার আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স বনাম পোল্যান্ড। দিনের আরেক খেলায় রাত ১টায় আল বাইত স্টেডিয়াম মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম সেনেগাল।

সোমবার (৫ডিসেম্বর) রাত ৯টায় আল জানোব স্টেডিয়ামে নামবে এশিয়ার দল জাপান। তারা মোকাবেলা করবে ক্রোয়েশিয়াকে। একই দিনে বাংলাদেশ সময় রাত ১টায় দোহার স্টেডিয়াম ৯৭৪ এ মুখোমুখি হবে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া।

৬ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মরক্কো খেলবে স্পেন এর সাথে। একই দিনের শেষ খেলায় বাংলাদেশ সময় রাত ১ টায় মুখোমুখি হবে পর্তুগাল বনাম সুইজারল্যান্ড।

Share this news on: