টাইব্রেকারে স্পেনকে কাঁদিয়ে মরক্কোর ইতিহাস

১৯৮৬ সালে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠেছিল আফ্রিকার দেশ মরক্কো। তবে সেবার শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল আফ্রিকার দেশটি। এরপর বিশ্বকাপে বেশ কয়েকবার অংশগ্রহণ করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। কিন্তু এবার
কাতার বিশ্বকাপে নতুন কিছু করার প্রত্যয় ছিল আশরাফ হাকিমিদের। যার ফলও তারা দিয়েছিল গ্রুপ পর্বে। ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করার পর বেলজিয়াম ও কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রেখেছিল তারা। মরুর বুকে শেষ ষোলোয় এবার তারা ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়েও কোন গোল আদায় করতে পারেনি দুই দলের কেউই। পরে টাইব্রেকারে স্প্যানিশদের পেনাল্টি শুট আউটে ৩-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল মরক্কো।

Share this news on: