যুক্তরাজ্যের আবহাওয়া: তুষার ও বরফ ভ্রমণে ব্যাঘাত

যুক্তরাজ্যের কিছু অংশ জুড়ে তুষার, বরফ এবং জমাট কুয়াশা চলছে এবং কয়েকদিন অব্যাহত থাকবে ঠিক এমনটাই বলছেন যুক্তরাজ্যের পূর্বাভাসকারীরা। 

এইরকম আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান চলাচল ও ট্রেন চলাচল এর সময় ব্যাঘাত ঘটেছে। এছাড়াও পুরা শহর জুড়ে উঠেছে নানা রকম সড়ক দুর্ঘটনা।

হিথ্রো বিমানবন্দরে রবিবার সকাল থেকে কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়াও শনিবার, ম্যানচেস্টার বিমানবন্দর "ভারী তুষারপাত" এর কারণে রানওয়ে বন্ধ করে দিয়েছে, ১৫-২০টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

বিবিসি আবহাওয়া উপস্থাপক ড্যারেন বেট বলেছেন: "আগামী সপ্তাহের জন্য এটি খুব ঠান্ডা থাকবে বলে মনে হচ্ছে। তুষার, বরফ, সেইসাথে জমাট কুয়াশা, একটি বিপদ হতে থাকবে এবং তুষারপাত ব্যাপক এবং তীব্র হতে থাকবে।"

পুরো যুক্তরাজ্যে দেখা দিচ্ছে নানা রকমের জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডা জনিত রোগ। স্থানীয় সরকার উপদেশ দিচ্ছেন ঘরের ভিতরে গরম খাবার সেবন করতে এবং যাদের বয়স বেশি তাদের অবশ্যই নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে।

Share this news on: