আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের রেফারিকে দেশে পাঠালো ফিফা

কোয়ার্টার ফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

শুক্রবার রাতে (১০ ডিসেম্বর) কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে শেষ আটে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে, এই ম্যাচে আলবেলেস্তেদের জয়ের পাশাপাশি আরেকটি বিষয় ফুটবল ভক্তদের আলোচনায় স্থান করে নিয়েছে। সেটি হলো, আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে রেফারির দেখানো হলুদ কার্ড। 

এই ম্যাচে মোট ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ রেফারি অ্যান্টোনিও মাতেউ লাহোজ। যা বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ।

অনেকের মতে, এই ম্যাচে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস খেলোয়াড় যতটা না হলুদ কার্ড পাওয়ার মতো কাজ করেছেন, রেফারি তার চেয়ে বেশিই হলুদ কার্ড দেখিয়েছেন।

সমালোচনার মধ্যেই এবার সেই রেফারি অ্যান্টোনিও মাতেউ লাহোজকে চলমান বিশ্বকাপের আর কোনো ম্যাচ পরিচালনা করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এমনকি লাহোজকে ইতোমধ্যে কাতার থেকে নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।

Share this news on: