মেসির হাতে কাপ! ফুটবলের রাজপুত্রকে শুভেচ্ছা-ভালোবাসায় ভরাল বলিউড

রবিবার বিশ্বকাপের কাপ উঠল আর্জেন্টিনার হাতে। টানটান ফাইনালে যেন এক মুহূর্ত দম ফেলার ফুরসত ছিল না! আর তারপর মেসির স্বপ্নপূরণ লাখ-লাখ মানুষের চোখে আনন্দের জল এনে দিয়েছিল। আপাতত মেসি-জ্বরেই কাঁপছে গোটা বিশ্ব। ফুটবলের রাজপুত্রের জন্য শুভেচ্ছার বাণ এল বলিউড থেকেও।

রণবীর সিং টুইটারে লিখলেন, ‘এটা আমি কী দেখলাম এইমাত্র! ঐতিহাসিক, আইকনিক! পুরো জাদু।’ রীতেশ দেশমুখ লিখলেন, ‘G.O.A.T game ever #FIFAWorldCup।’ (সর্বকালের সেরা ম্যাচ। #ফিফা ওয়ার্ল্ডকাপ)
বলিউডের বাদশা শাহরুখ খানের গলাতেও মেসি-র প্রতি ভালোবাসা। টুইট করেছেন, ‘আমরা অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনালের সাক্ষী থাকার সুযোগ পেলাম। আমার মনে আছে মায়ের সঙ্গে একটা ছোট টিভিতে বিশ্বকাপ দেখতাম… এখন এই একই উত্তেজনা বাচ্চাদের সঙ্গেও। ধন্যবাদ মেসি আমাদের সবাইকে বিশ্বাস করানোর জন্য প্রতিভা, স্বপ্ন আর কঠিন পরিশ্রমে!’

অনিল কাপুরের একটা পোস্টে লেখা ‘মেসিইইই মেসি’। আরেক পোস্টে, ‘কী দারুণ ফাইনাল!’

অর্জুন রামপাল লিখলেন, ‘ইয়েসসসসসসসসসসসস! হোয়াট আ ফাইনাল। কী দারুণ বিশ্বকাপ ফাইনাল! আর্জেন্টিনা আর মেসিকে শুভেচ্ছা, কাতারকেও অনেক ধন্যবাদ।’

অনুপম খের লিখলেন, ‘কেয়া ফাড়ু (অসাধারণ) ম্যাচ থা! ভাষার জন্য দুঃখিত! কিন্তু অন্য কোন শব্দ মানানসই নয়। #মেসির জবাব নেই। আমি মুগ্ধ। এই ম্যাচে মনে হচ্ছিল কিছুই হতে পারে!! কী দারুণ!’

প্রসঙ্গত, গোলের শুরুটা আর্জেন্টিনার হাত ধরে হলেও, কাঁটায় কাঁটায় টক্কর দিয়ে গিয়েছে ফ্রান্স। এক্সট্রা টাইম শেষ হওয়ার ঠিক আগের ৫ মিনিটেও এম বাপে গোল শোধ করে ৩-৩ স্কোর করে দেয়। তারপর কিন্তু ট্রাইবেকারে শেষ হাসি হেসেছেন স্কালোনির ছেলেরা। ১৯৮৬ সালের পর শাপমোচন হল আর্জেন্টিনার। সঙ্গে খুশির হাসি ছড়িয়ে গোল কোটি কোটি মানুষের মুখে।

Share this news on: