পদ্মা সেতুর নিচে ৫০০ বিঘা জমি চর পড়েছে। যা দুই বছর আগে নদী ভাঙ্গনের ফলে নদী গর্ভে চলে গিয়েছিলো। এখন এসব জমিতে হচ্ছে নানা ধরনের ফসল চাষ।
কৃষকদের সাথে কথা বলে জানা যায়, তারা তিন মাস ধরে এসব জমিতে ধান,সরিষা,বাদাম,ভুট্টা, কালোজিরা,লাল শাক সহ শীতকালিন সবজির চাষ করছে।
পুরাতন জমির তুলনায় এসব জমিতে ফসল দেড় গুন বেশি হয়।
তবে তাদের ভাঙ্গন আতঙ্কে সব সময় থাকতে হয়। কারন এখানে অবৈধ ড্রেজার দিয়ে মাটি বিক্রয় হচ্ছে। ফলে পদ্মা সেতুর বুকে জেগে উঠা এসব উর্বর জমি হুমকিতে।