নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে চুরি হয়েছে তার বাসায়। এ ঘটনায় রাজধানী ঢাকার ভাটারা থানায় একটি মামলা করেছেন অভিনেতা।
এ ব্যাপারে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, বাসায় চুরির অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন ওমর সানী। তার অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে।
এদিকে ওমর সানী বলেন, সোমবার সময়টা সকাল ৮টা ৪০ হবে। ওই সময় মর্নিং ওয়াকে বের হই। হাঁটা শেষে আনুমানিক সকাল ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফেরার পর বুঝতে পারি বাসায় চুরি হয়েছে।
তিনি বলেন, আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা ও অপ্পো ফোন নেই। ড্রয়ারে থাকা নগদ ২২ হাজার টাকাও নেই। আবার আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনও হারিয়ে গেছে।
এ ঘটনায় ওই দিনই ভাটারা থানায় জিডি করেছেন ওমর সানী। অজ্ঞাতনামা চোরদের খুঁজে পাওয়ার জন্য তিনটি মোবাইল ফোনেরেই আইএমইআই-সহ যাবতীয় সব তথ্য আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে দিয়েছেন এ চিত্রনায়ক।