বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশে করোনা খুব ভালো নিয়ন্ত্রণে আছে, বৃদ্ধি পায়নি। আশপাশের দেশে বিশেষ করে চায়নায় নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে এবং তা বৃদ্ধি পাচ্ছে। সে বিষয়ে আমরা নজর রেখেছি। আমরা হাসপাতাল তৈরি রেখেছি। বিভিন্ন পোর্টগুলোতে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ডাক্তার ও নার্সরা নিয়মিত কাজ করছেন।’

শনিবার দুপুরে জেলা ছাত্রলীগের আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘করোনার সময় পুরো পৃথিবী যখন করোনায় আক্রান্ত- তখন আমরা চেষ্টা করেছি কীভাবে বাংলাদেশের মানুষকে সুস্থ রাখা যায়, টিকা দেওয়া যায়, খাবার ও গরিব মানুষদের টাকা দেওয়া যায়। কিন্তু ওই সময় দেশে বিরোধী দলীয় কাউকে আমরা পাইনি। বরং তারা আমাদের চিকিৎসা ও টিকা নিয়ে সমালোচনা করেছে। অথচ বিশ্ববাসী করোনা নিয়ন্ত্রণ ও টিকাদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে। করোনায় নিয়ন্ত্রণে বিশ্বে পঞ্চম ও এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ।

তিনি আরো বলেন, ‘ইতোমধ্যে চায়না থেকে কিছু যাত্রী এসেছিল- তাদের টেস্টের পর করোনা পজিটিভ আসে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সুস্থ করার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট আমাদের দেশে ছড়িয়েছে- এমন তথ্য আমরা পাইনি।’

জাহিদ মালেক বলেন, ‘আমরা বিরোধী দলকে আহ্বান করব- আপনারা নির্বাচনে আসেন। শান্তিপূর্ণ নির্বাচনে আসেন। নির্বাচনে জয়লাভ করলে ক্ষমতায় আসবেন। আর জয়লাভ করতে না পারলে যেখানে থাকার কথা, সেখানেই থাকবেন। বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে আর ক্ষমতায় যাওয়া যাবে না। বলা যাবে না- ‘আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, মসজিদ মন্দির হয়ে যাবে।’ এসব কথা ধোপে টিকে না।

তিনি বলেন, ‘দেশের নানা উন্নয়নের সাথে মানিকগঞ্জেও অনেক উন্নয়ন হয়েছে। উন্নয়ন কখনো শেষ হয় না। এটা একটা চলমান প্রক্রিয়া। তাই এই উন্নয়ন বজায় রাখার জন্য নৌকাকে আবার ক্ষমতায় রাখতে হবে। নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে। তারা উন্নয়নের সাথে আছে। দেশের মানুষ শান্তি চায়, বিশৃঙ্খলা চায় না।’

জেলা ছাত্রলীগের সভাপতি সিফাদ কোরাইশী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024