বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ বিমান নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক, শঙ্কামুক্ত বাংলাদেশ

মাত্র ছয় মাসের ব্যবধানে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের দুটি বিমান ইথিওপিয়া ও ইন্দোনেশিয়ায় দুর্ঘটনার কবলে পড়ে সব যাত্রী ও ক্রু নিহত হয়েছেন। তারপর থেকেই এই বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইতোমধ্যে ইথিওপিয়ান এয়ারলাইনস ও বৃটেনের কেম্যান এয়ারওয়েজ তাদের বহর থেকে ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের বিমান নামিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। চীন অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতে এই সিরিজের বিমান ব্যবহার না করার জন্য নির্দেশ দিয়েছে। তাছাড়া সিঙ্গাপুরও তাদের আকাশ সীমায় বোয়িং ৭৩৭ ম্যাক্স- ৮ বিমান চলাচল নিষিদ্ধ করেছে।

তবে বাংলাদেশে যেসব বেসরকারি বিমান সংস্থা বাণিজ্যিকভাবে ফ্লাইট পরিচালনা করছে বিমান বহরে এই সিরিজের কোনো বিমান নেই বলে জানা গেছে।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে রোববার (১০ মার্চ) ইথিওপিয়ান এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ ম্যাক্স সিরিজের একটি বিমান উড্ডয়নের কয়েক মিনিট পর বিধ্বস্ত হয়। এতে যাত্রী এবং ক্রুসহ ১৫৭ জন নিহত হন। এ ছাড়া গত বছরের অক্টোবরে লায়ন এয়ারের একই মডেলের একটি বিমান ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয়। এতে ১৮৯ আরোহী নিহত হন।

এ দুই দুর্ঘটনার পর এই মডেলের বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই জের ধরে বিশ্বের কয়েকটি এয়ারলাইনস তাদের বহর থেকে ৭৩৭ ম্যাক্স ৮ সিরিজের বিমান নামিয়ে ফেলা হচ্ছে।

৭৩৭ ম্যাক্স-৮ বিমানটি আকাশে নতুনই বলা যায়। ২০১৬ সালে মার্কিন কোম্পানি বোয়িং প্রথম এই মডেলের বিমান বিক্রি শুরু করে।

বাংলাদেশের ৪টি এয়ারলাইনস বাণিজ্যিকভাবে ফ্লাইট পরিচালনা করে থাকে। এয়ারলাইনসগুলো হলো- বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা এয়ারলাইনস, নভো এয়ার, রিজেন্ট এয়ারওয়েজ। বর্তমানে এই এয়ারলাইনসগুলোর মধ্যে কেউই বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের বিমান ব্যবহার করছে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস বাংলাদেশ সরকার পরিচালিত এয়ারলাইনস। বর্তমানে সংস্থাটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ৪টি, বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের ৪টি, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ২টি, বোম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের ৩টি বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করছে।

বেসরকারি এয়ারলাইনস নভো এয়ারের শুধুমাত্র এটিআর ৭২-৫০০ মডেলের ৬টি বিমান রয়েছে। অপরদিকে রিজেন্ট এয়ারওয়েজের বোম্বারডিয়ার ড্যাশ-৮-কিউ ৩০০ মডেলের ২টি, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ৪টি, বোয়িং ৭৩৭-৭০০ মডেলের ২টি বিমান রয়েছে।

ইউএস বাংলা এয়ারলাইনস এখন পর্যন্ত বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ৪টি এবং বোম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের ৩টি বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। তবে ২০২০ সালে আয়াল্যান্ডের এয়ারক্যাপ থেকে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের একটি বিমান লিজ নেয়ার কথা রয়েছে ইউএস বাংলার।

 

 

টাইমস/এএস/এসআই

Share this news on: