ইজতেমার দ্বিতীয় দিনে ইবাদতে মশগুল মুসল্লিরা

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও মুসল্লিদের ঢল অব্যাহত আছে। আজ শনিবার (১৪ জানুয়ারি) বাদ ফজর থেকে ইজতেমা মাঠে আখলাক, ঈমান ও কোরআন-হাদিসের আলোকে চলছে বয়ান।

ইজতেমা আয়োজক কমিটি জানান, ইজতেমার দ্বিতীয় দিনের শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। এরপর বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।

এছাড়া, মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বিশেষ বয়ান পেশ করেন পাকিস্তানের মাওলানা খোরশিদ, আরব জামাতের জন্য ভারতের মাওলানা আহমদ লাট, বোবা ও বধিরদের জন্য ভারতের মাওলানা সানোয়ার ও বিদেশি জামাতের মুসল্লিদের জন্য ইংরেজিতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান।
এদিকে, বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ফারুক। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা যুহাইরুল হাসান এবং অনুবাদ করবেন মাওলানা যোবায়ের। সকাল থেকে রাত পর্যন্ত চলবে বয়ান।

ইজতেমায় মূল বয়ান উর্দুতে হলেও অংশ নেওয়া বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়।

Share this news on: