বাংলাদেশের ঋণ ৩০ জানুয়ারি অনুমোদন করতে পারে আইএমএফ বোর্ড

আইএমএফের নির্বাহী পর্ষদ আসছে ৩০ জানুয়ারির বৈঠকেই বাংলাদেশের জন্য সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করার বিষয়টি বিবেচনা করতে পারে বলে আশা করছেন আন্তর্জাতিক এ ঋণদাতা সংস্থার উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সোমবার এক বিবৃতিতে এ আশা প্রকাশ করেছেন আইএমএফের এই কর্মকর্তা।

এর আগে রোববার তিনি অর্থমন্ত্রী মোস্তফা কামাল এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে গত নভেম্বরে ঢাকায় কর্মকর্তা পর্যায়ের বৈঠকে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় আইএমএফ।
সেই ঋণচুক্তির শর্তসহ খুঁটিনাটি চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যেই এখন বাংলাদেশ সফর করছেন আইএমএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক।

Share this news on: