সদ্য পদোন্নতি পাওয়া ৩৬ এএসপির পদায়ন

সদ্য পদোন্নতি পাওয়া পুলিশের সহকারী সুপার (এএসপি) পদ মর্যাদার কর্মকর্তাদেরকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ১০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বরিশালের পুলিশ পরিদর্শক বর্তমানে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুর রাজ্জাক মোল্লাকে নৌ পুলিশের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। আর ঢাকা আমর্ড পুলিশ ব্যটালিয়নের (এপিবিএন-১) মো. সরওয়ার হোসেনকে বরিশাল মহানগর পুলিশে (বিএমপি), বগুড়ার সুব্রত ব্যানার্জীকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মো. আবুল বাসারকে ডিএমপিতে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. রফিকুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে, ঢাকা এন্টি টেরোরিজম ইউনিটের মো. মোশাররফ হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, সিআইডির রবিউল হাসান সরকারকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে র‌্যাব, ঢাকা ইন্ডিস্ট্রিয়াল পুলিশের সদর দপ্তরের মো. শামসুল আলম খানকে র‌্যাবে, খুলনা পুলিশ ট্রেনিং কলেজের পিটিসির সাতক্ষীরা থেকে প্রেষণে মো. রবিউল হোসেনকে এপিবিএন সদর দপ্তরে, নাটোরের মো. রাশেদুল ইসলাম বিশ্বাসকে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির মো. ওয়াহিদুজ্জামানকে ডিএমপিতে, ডিএমপির দাদন ফকিরকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, দিনাজপুরের মো. মনিরুজ্জামানকে র‌্যাবে, ঢাকা এপিবিএন-২ এর মো. শাহজাহান আলীকে চট্টগ্রাম আরআরএফে, জামালপুরের মো. গোলাম মোর্শেদ তালুকদারকে শিল্পাঞ্চল পুলিশে, ঢাকার মো. মতিউর রহমান মিঞাকে সিআইডিতে, লক্ষীপুরের অংশু কুমার দেবকে এপিবিএন সদর দপ্তরে, লক্ষীপুরের এস. এম মাহবুবল আলমকে এপিবিএন সদর দপ্তরে, ডিএমপির গনেশ গোপাল বিশ্বাসকে শিল্পাঞ্চল পুলিশে, সিআইডির জলিল আহমেদকে স্পেশাল আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এসপিবিএন), সিআইডির মো. জোবাইরুল হককে এপিবিএন সদর দপ্তরে, মেহেরপুরে গোলাম মোহাম্মদকে র‌্যাবে এবং ডিএমপির মো. মতিউর রহমানকে এপিবিএন সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিএমপির মঈনুর রহমানকে সিএমপিতে পদায়ন করা হয়েছে। আর ঢাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) মো. একেএম ফারুক হোসেনকে এসবিতে, সিলেটের মো. নিজাম উদ্দিন চৌধুরীকে এপিবিএন সদর দপ্তরে, ঢাকা এসবির কাজী ওয়াজেদ আলীকে ডিএমপিতে, ঢাকা এসবির মো. জহির উদ্দিনকে সিআইডিতে, নীলফামারীর মো. মনিরুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা এন্টি টেরোরিজম ইউনিটের মো. আনোয়ারুল আজমকে টাঙ্গাইলের পিটিসিতে, ঢাকা নৌ পুলিশের মুন্সি মো. আছাদুল্লাহকে শিল্পাঞ্চল পুলিশে, ডিএমপির মো. শহীদুল হককে ডিএমপিতে, ঢাকা জেলার (শহর ও যানবাহন) আবু হাজ্জাজকে ডিএমপিতে, রাজশাহীর (শহর ও যানবাহন) মো. সোয়েব আলী সাপুকে পুলিশ সদর দপ্তরে এবং ঢাকা এসপিবিএনের -২ আব্দুছ ছালাম মিয়াকে ঢাকা এসপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024