ময়মনসিংহে ২৮৬ ইটভাটার মধ্যে বৈধ ২৬

ময়মনসিংহে ফসলি জমিতে গড়ে উঠছে অসংখ্য অবৈধ ইটভাটা। ভাটা মালিকরা কোন নিয়ম নীতি বা অনুমোদন ছাড়াই এসব ইটভাটা গড়ে তুলছেন। তবে সরকারি দপ্তরের অনিয়মও এর জন্য দায়ী।

জেলা প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী, ময়মনসিংহ জেলায় ২৮৬টি ইটভাটার মধ্যে বৈধ ইটভাটার সংখ্যা মাত্র ২৬টি।

অভিযোগ রয়েছে, যাচাই বাচাই না করেই ভাটা মালিকদের অনুমোদন ও ছাড়পত্র দেয়া হচ্ছে। 

স্থানীয়রা জানান, অধিক সংখ্যক ইটভাটার ফলে দিন দিন ফসলি জমি কমে যাচ্ছে। ইটভাটার ধোয়ার জন্য আশেপাশে এলাকার ফসলি জমির উৎপাদন কমে যাচ্ছে। ইটভাটা তৈরির জন্য কেটে ফেলা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। জমির মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা কমে যাচ্ছে। জমি হারিয়ে অধিক সংখ্যক কর্মজীবী কর্মহীন হয়ে পড়ছেন।

পরিবেশ রক্ষা আন্দোলনকারীদের অভিযোগ, যত্রতত্র ইটভাটা নির্মাণের জন্য দায়ী পরিবেশ দপ্তরসহ সরকারি দপ্তর গুলো। তারা যাচাই বাচাই না করেই ইটভাটা মালিকদের সনদপত্র ও অনুমোদনপত্র দিচ্ছে। যার কারণে গড়ে উঠেছে অবৈধভাবে অসংখ্য ইটভাটা।

ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, সবার পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে। যথাযথ কাগজপত্র থাকলে তাদেরকে আমরা অনুমতি দেব।

তিনি আরও আরও বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইটভাটা ভেঙ্গে ফেলা ও ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: