রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে 'ব্রয়লার মুরগি'

এবার লাগাম ছাড়া রাজধানীর মুরগির বাজার। গত মাসে যে মুরগির দাম ছিল ১৫০ টাকা, এক মাসের ব্যবধানে সেটি গিয়ে দাঁড়িয়েছে ২৩০ টাকায়। দাম শুনেই ক্রেতাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ছে। 

এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে প্রায় ১০০ টাকার মতো বেড়েছে। এদিকে দাম বেড়েছে সোনালি মুরগিরও; বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩২০ টাকা। দুই সপ্তাহ আগেও যা পাওয়া যেত ২৬০ টাকায়। আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫২০ টাকা কেজি দরে।

বিক্রেতারা জানান, এর আগে কখনোই এতো দামে কেনাবেচা হয়নি ব্রয়লার। এটি রেকর্ড করেছে।

ক্রেতারা বলছেন, যেহেতু অন্যান্য জিনিসপাতির দাম বৃদ্ধি পেয়েছে, সেহেতু এটির সাথে তাল মিলিয়ে সিন্ডিকেট মুরগির দামও বৃদ্ধি করেছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে তারা।

Share this news on: