চিনির প্যাকেট মার্কট আউট!

প্রায় পাঁচ–ছয় মাস ধরে চিনির বাজারে সংকট কাটছে না। ডলার–সংকটে আমদানি কমেছে। ডলারের দাম বাড়ায় আমদানিব্যয় ও করভার বাড়ছে। গ্যাস–বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। তাতে বাজারে কোথাও কোথাও চিনির দেখা মিলছে না। 

আজ (শনিবার) বাজার ঘুরে কোন প্যাকেট চিনি পাওয়া যায়নি। দোকানিরা বলছে প্যাকেট চিনি মার্কেট আউট হয়েছে। খোলা চিনি পাওয়া যাচ্ছে, সেটি বিক্রি হচ্ছে ১১২ টাকা দরে।

ক্রেতারা বলছে সামনে যেহেতু রোজা আসছে, সেটিকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা চিনির কৃত্রিম সংকট তৈরি করছে। অনেক আগে থেকেই তারা করছে।

বর্তমানে বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে। খুব দ্রুতই এই সংকট কাটিয়ে উঠবে এরকমটাই আশা করছে সকলে।

Share this news on: