জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

তৈরি পোশাক খাতে ইমেজ সংকট কাটাতে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ২৬তম 'ইউএস ট্রেড শো'র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের রপ্তানি কিছুটা বেড়েছে। কিন্তু জিএসপি বাতিল হওয়ায় আমরা ইমেজ সংকটে আছি। আমরা জিএসপি ফিরে পেতে চাই। এক্ষেত্রে ইউএস রাষ্ট্রদূত জিএসপি ফিরে পেতে ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা করছি।

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবার্ট মিলার জানিয়েছিলেন, বাংলাদেশসহ অনেক দেশেরই জিএসপি স্থগিত রয়েছে। বাংলাদেশ সরকার জিএসপি ফিরে পেতে ‘প্লান অব অ্যাকশন’ বাস্তবায়ন করছে। এতে অনেক অগ্রগতি হয়েছে।

সোনারগাঁ হোটেলে তিন দিনব্যাপী (১৪ থেকে ১৬ মার্চ) ট্রেড শো'র আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এবং ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস। এতে দুই দেশের ৪৬টি প্রতিষ্ঠানের মোট ৭৪টি বুথ অংশ নিচ্ছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য প্রদর্শনী উন্মুক্ত রাখা হয়েছে। সাধারণের জন্য টিকিটের মূল্য ৩০ টাকা এবং শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

এর আগে ২০১২ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও পরের বছর রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (এএফএল-সিআইও) এর আবেদনে ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করা হয়।

 

টাইমস/এমএএইচ/এইচইউ

Share this news on: