বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট বাতিল

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে। সমঝোতার ভিত্তিতে তৃতীয় এ টেস্ট বাতিল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার ওই মসজিদের খুব কাছাকাছি ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

টেস্ট বাতিল হয়ে যাওয়ায় এখন দ্রুতই ফিরে আসবে বাংলাদেশ দল। কখন তাদের ফেরার ফ্লাইট, সেটি এখনো জানা যায়নি। তবে বিসিবি সূত্র জানিয়েছে, দেশে ফেরার যে ফ্লাইট পাবে সেটিতেই খেলোয়াড়েরা চলে আসবেন।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে শুক্রবার দুপুরে একটি মসজিদে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা। এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। ৩ বাংলাদেশিসহ বেশ কয়েকজন আহত হন।

হামলার পর মসজিদ থেকে ড্রেসিং রুমে ফিরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ক্রিকেটারেরা। অঝোরে কাঁদছেন সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এক মুহূর্ত ওখানে না থেকে দেশে ফিরতে চাইছেন জাতীয় ক্রিকেট দলের সদস্য তামিম ইকবাল।

 

টাইমস/জিএস

Share this news on: