সিদ্দিকবাজারের বিস্ফোরণে এখনো নাশকতার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘ঢাকার (সিদ্দিকবাজার) বিস্ফোরণে এখনো পর্যন্ত নাশকতার বা গ্যাস বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। সেখানে শুধু পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনীও রহস্য উদ্‌ঘাটনের জন্য কাজ করছে।’

আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার প্রশাসনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা মওকুফের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও মানবিকতার জন্য সরকারের নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, তার মেয়াদও শেষ হয়ে এসেছে। এখন আবার তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করেছে। আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসলে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে, তারপরে বলা যাবে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘পুলিশ এখন জনগণের বন্ধু। বর্তমানে পুলিশ জনগণের কল্যাণে কাজ করছে। পুলিশ জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনসহ সর্বক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে।’

মাদকমুক্ত দেশ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্ম, যাদের নিয়ে আমরা গর্ব করি, স্বপ্ন দেখছি- তাদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদক যে ভয়ঙ্কর নেশা, এটা যে একটা সমাজকে, পরিবারকে ধ্বংস করে দেয় এটা মানুষকে বোঝাতে হবে। শুধু কঠোর হলেই মাদক বন্ধ করা যাবে না, মানুষকে বুঝিয়ে তাদের উদ্বুদ্ধ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে।’

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

Share this news on: