রাজধানীতে ৩০ ছিনতাইকারী আটক

রাজধানীতে ৩০ জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে মোহাম্মপুর, হাজারীবাগ, ধানমন্ডি, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এসএসপি মো. ফজলুল হক এ তথ্য জানিছেছেন।
ফজলুল হক জানান, গতকাল বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী বিভিন্ন অংশে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিয়েছে। এ তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানগুলোতে র‌্যাব-২ এর

একাধিক আভিযানিক দল অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, ধানমন্ডি, শেরেবাংলা নগর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রস্তুতি ও ছিনতাইকালে ৩০ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদেরকে ক্ষুর-চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে থাকা নগদ টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে ছিনতাই করে।

Share this news on: