প্রধানমন্ত্রীকে শান্তিতে নোবেল পুরুষ্কার অনেক আগেই দেওয়া উচিত ছিলো- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক আগেই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

গতকাল বৃহস্পতিবার শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার ভেদেরগঞ্জ থানার ৩ তলা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্বনেতা। তার মানবিক কর্মকাণ্ডের জন্য তিনি মাদার অফ হিউম্যানিটি নামে আখ্যায়িত হয়েছেন। আমি মনে করি, অনেক আগেই শান্তির জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। কেন যে তিনি নোবেল পুরস্কার পাবেন না, তার বোধহয় কোনো যুক্তি নেই। আমরা বাংলাদেশের মানুষ মনে করি তিনি নোবেল পুরস্কারের চেয়েও আরো বেশি শান্তির জন্য, মানবতার জন্য ও দেশের জন্য করে যাচ্ছেন।'


Share this news on: