রামপালে ক্রেনের পাইল ছিঁড়ে দুই শ্রমিক নিহত

বাগেরহাটের রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের পাইল ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার রাতে রামপাল উপজেলায় নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নাসির হোসেন (২৭), আসাদুর রহমান (৩২)। নিহত নাসিরের পিতার নাম আনসার আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের কালীনগর গ্রামের বাসিন্দা। নিহত আসাদুর রহমানের পিতার নাম ফজলুর রহমান। তিনি রামপাল উপজেলার বাসিন্দা।

রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, শনিবার রাতে রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করা অবস্থায় ক্রেনের পাইল ছিঁড়ে দুইজন শ্রমিক গুরুতর আহত হন। এ সময় তাদের দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাদের হাসপাতালে মৃত্যু হয়।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: