ফটিকছড়িতে পৃথক অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান, ৩ টি সেমিপাকা ও ৬ টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার ভোরে ফটিকছড়ির ভূজপুর ও চন্দনাইশে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন জানান, ভোর ৫ টার দিকে ফটিকছড়ির ভূজপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পায় ফটিকছড়ি ফায়ার স্টেশনের সদস্যরা। সংবাদ পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় রান্নার চুলা থেকে। এই অগ্নিকাণ্ডে ২৪ টি দোকান পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

অন্য ঘটনাটি ঘটে চন্দনাইশ এলাকায়। ভোরে খবর আসে এলাকার নুরুল ইসলামের বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ টি সেমিপাকা ও ৬ টি কাঁচা বসতঘর পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: