গফরগাঁওয়ে অটোরিকশা দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক মজনু মিয়া (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মৃত মজনু মিয়া উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের নামা লক্ষণপুর নয়াপাড়া গ্রামের আবদুস সালামের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে মজনু মিয়া কাজের উদ্দেশ্যে অটোরিকশাযোগে গফরগাঁও পৌর এলাকায় যাচ্ছিলেন। অটোরিকশাটি গফরগাঁও-রসুলপুর সড়কের মিষ্টির মোড় এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মজনু মিয়া মাথায় গুরুতর আঘাত পান। এ সময় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মজনু মিয়া সোমবার মারা যান।

ঘটনার সততা নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। তিনি বলেন, যানবাহন চালানোর জন্য অনেক বাধ্যবাধকতা রয়েছে। যানবাহন চালনায় জ্ঞান না থাকার কারণে বেপরোয়া চলাচলে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। প্রশিক্ষণ ছাড়া ও ট্রাফিক আইন না জেনে গাড়ি চালানো গুরুতর অপরাধ। এ ব্যাপারে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হবে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: