জাতীয় নির্বাচনে সক্রিয় নিষিদ্ধ ‘হিযবুত তাহরীর’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে সারা দেশে। সেই হাওয়ায় সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্যরা। রাজধানীসহ সারা দেশে গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন মসজিদে নামাজ শেষে তারা লিফলেট বিলি করছে। এমনকি রাজধানীর বিভিন্ন দেয়ালেও পোস্টার সাঁটিয়ে সংগঠনের অবস্থানের জানান দিচ্ছে তারা। তাদের এমন তৎপরতা দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার সকালে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন আবাসিক এলাকায় দেখা গেছে, জাতীয় নির্বাচন উপলক্ষে ওই এলাকার দেয়ালে হিযবুত তাহরিরের পোস্টার সাঁটানো রয়েছে।

সাঁটানো পোস্টারে লেখা রয়েছে, জাতীয় নির্বাচনে এই জুলুমের শাসন ও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আনবে না। জনগণ বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও দমন-নিপীড়ন থেকে মুক্তির পথ খুঁজছে। এছাড়াও ওই নির্বাচন কোনো কাজে আসবে না বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।

আসন্ন খিলাফত মুক্তির একমাত্র পথ উল্লেখ করে তাদের সংগঠনের কয়েকটি নীতিমালার কথাও পোস্টারে লেখা রয়েছে। এছাড়াও পোস্টারের নিচের দিকে হিযবুত তাহরিরের নেতৃত্বে খিলাফতে রাশিদাহ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

বুধবার সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলাদেশ টাইমসকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে নেই। খোঁজ নিয়ে তাদের গ্রেফতার করা হবে।’

এদিকে হিযবুত তাহরীরের এমন তৎপরতায় আইন-শৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। তারা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিযবুত তাহরিরের সদস্যদের গ্রেফতার করছে।

সম্প্রতি রাজধানীর থানার তিলপাপাড়া ও মগবাজারের ওয়ারলেস এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তৌফিক আহম্মেদ রিয়াজ (২৮) ও আরিফুল হক (৩০) নামের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রিয়াজের দেহ তল্লাশি করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন লেখা সম্বলিত ১১টি লিফলেট উদ্ধার করা হয়।

এছাড়া আরিফুল হকের কাছ থেকে খিলাফাহ রাষ্ট্রের খসড়া সংবিধানের ব্যাখ্যা, প্রয়োজনীয় দলিলসমূহ ১৫ পাতা ও একটি কালো রংয়ের সনি এক্সপেরিয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান।

তিনি জানান, হিযবুত তাহরীর সদস্যরা গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তাদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্যদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও তাদের নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। সম্প্রতি রাজধানীর হাজারীবাগ এলাকা অভিযান চালায় র‌্যাব। এ সময় রিয়াদ হোসেন, জিহাদুল ইসলাম ও শরীফ হোসেন নামের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়ে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

Share this news on: