বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: ড. কামাল

যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে বাধার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা দেয়, তারা বঙ্গবন্ধুর স্বপ্নের পথে বাধা দিচ্ছে।’

সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ড. কামাল হোসেন।

ড. কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে হবে। সত্যিকার অর্থে আমরা যদি বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চাই। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আমরা জীবন উৎসর্গ করার শপথ নিতে হবে। সত্যিকার অর্থে ষোলআনা গণতন্ত্র যেন আমরা ভোগ করতে পারি। সেজন্য পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে,শহরে ঘরে ঘরে শপথ নিতে হবে।’

প্রবীণ এ আইনজীবী বলেন, ‘আপনারা পাড়া-মহল্লায় দেখেন কারা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে বাধার সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা ধরে নেব তারা বঙ্গবন্ধুর আনুগত্য না করে উল্টো কাজটা করছে। যারা এ দেশে গণতন্ত্র চলতে দিচ্ছে না। আমরা মনে করব তারা বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাধার সৃষ্টি করছে। যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে মানুষের উপর আক্রমণ করে, যারা তার কথা অমান্য করছে তাদেরকে চিহ্নিত করে আমাদের সকলে মিলে তাদের একঘরে করা দরকার।’

আলোচনা সভার গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, মোকাব্বির খান, গণফোরাম নেতা ইঞ্জিনিয়ার সিরাজুল হক, গণফোরাম ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/জেডটি

Share this news on: