বেনাপোলে দশ হাজার ডলারসহ একজন আটক

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শুন্যরেখা থেকে দশ হাজার ৩ ডলারসহ ভারতগামী এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক চেকপোস্টের শুন্যরেখা থেকে তাকে আটক করে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

আটক ব্যক্তির নাম কবির মাতব্বর (৪১)। তিনি ফরিদপুরের মালিগ্রামের মোনসের মাতব্বরের পুত্র।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ সেলিম রেজা জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি এক পাসপোর্টধারী যাত্রী বিপুল পরিমাণ ডলার নিয়ে ভারতে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চেকপোস্টে অবস্থান নেয়। এ সময় যাত্রীদের মধ্যে কবিরের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে ১০ হাজার ৩ মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশী টাকায় ৮ লাখ ৪০ হাজার ২৫০ টাকার সমান।

তিনি আরও জানান, কবিরের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on: