ময়মনসিংহে যুদ্ধাপরাধের অভিযোগে চারজন গ্রেপ্তার

ময়মনসিংহে ফুলপুরে একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে ফুলপুর উপজেলার মইশাকান্দা ও পূর্ব বাখাই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফুলপুর থানার ওসি বদরুল আলম খান।

গ্রেফতার চার জন হলো- মইশাকান্দা গ্রামের মৃত হাফিজ উদ্দিন খানের পুত্র গিয়াস উদ্দিন খান (৭৫), পূর্ব বাখাই গ্রামের মৃত আছর আলী মণ্ডলের পুত্র উমেদ আলী (৭০), বনগাঁও গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র আব্দুল মালেক (৬০) ও পূর্ব বাখাই গ্রামের মৃত অসি উদ্দিনের পুত্র আবু সিদ্দিক (৭০)।

পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান বলেন, মানবতাবিরোধী অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, উপজেলার সুতারকান্দি, বাখাই, ফতেহপুর ও মইশাকান্দাসহ বিভিন্ন গণহত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এই চারজনের বিরুদ্ধে।

এর আগে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬নং আমলী আদালতে মামলা দায়ের করে একই গ্রামের বাসিন্দা আ. জলিল। পরদিন ১৭ ফেব্রুয়ারি উক্ত মামলার নথি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানো হয়। দীর্ঘ ৪ বছর তদন্তের পর আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পায় ট্রাইবুনাল নিযুক্ত তদন্ত কমিটি।

এ সময়ে কমপক্ষে ৫ বার বড়ইকান্দী বধ্যভূমিসহ ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে ট্রাইবুনাল।

 

টাইমস/এইচইউ

Share this news on: