ঢাকার হাটে ৩৫ লক্ষ টাকার গরু

মুজিবনগরের রাজাবাবু, দাম তার ৩৫ লক্ষ টাকা। ওজন প্রায় ২.৫ টন। বয়স ৪ বছর। সাড়ে তিন বছর লালন-পালন করে মোঃ ইনসান আলি এই বিশাল আকৃতির গরুটিকে মেহেরপুর জেলার, মুজিবনগর উপজেলার, মোনাখালি থেকে ঢাকার হাঁটে নিয়ে এসেছেন। 

অস্ট্রেলিয়ান ক্রস জাতের এই গরুটিকে প্রতিদিন 
ছোলা, মটরের ডাল, ভুট্টা, গম ইত্যাদি খাওয়ানো হয়। গরুটির পিছনে প্রতিদিনের খরচ প্রায় ১২০০ টাকা এবং সর্বমোট ১০ লক্ষ টাকা রাজাবাবুর পিছনে ব্যয় করা হয়েছে।

গরুটির মালিক ৩৫ লক্ষ টাকা দাম চাচ্ছেন। গত বছর প্রায় ১৬ লক্ষ টাকা দাম উঠেছে রাজাবাবুর।

মুজিবনগরের রাজাবাবুকে দেখতে রীতিমতো ভিড় জমে গেছে। দর্শনার্থীরা বলছে এত বড় গরু তারা কখনো দেখেনি।

রাজাবাবুকে গত বুধবার তেজগাঁও পশুর হাটে নিয়ে আসা হয়েছে। খুলনা বিভাগের মধ্যে এটিই সবচেয়ে বড় গরু। গতবছর তিনি গরুটিকে বিক্রি করেননি কারণ তিনি চেয়েছিলেন রাজাবাবুকে দেশের সবচেয়ে বড় গরু বানাতে।

Share this news on:

সর্বশেষ