১৮৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা বিজেপির

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে অংশ নিতে দেশের ১৮৪টি কেন্দ্রে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি(বিজেপি)। চলতি মাসের ১৬, ১৯ এবং ২০ তারিখে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পর এই প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বিজেপি। খবর আনন্দবাজার ও এনডিটিভির।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি অমিত শাহ, অরুণ জেটলি, রাজনাথ সিং-সহ অন্যরা বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন।

এবারের নির্বাচনে উত্তর প্রদেশের বারাণসী থেকে লড়বেন নরেন্দ্র মোদি, লক্ষ্মৌ আসনে রাজনাথ সিং, গুজরাটের গান্ধীনগর থেকে অমিত শাহ এবং মহারাষ্ট্রের নাগপুরে বিজেপির হয়ে ভোটে লড়বেন নিতিন গাড়করি।

এ ছাড়া উত্তরপ্রদেশের মথুরায় বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন বলিউড অভিনেত্রী হেমা মালিনী, আমেথিতে স্মৃতি ইরানি। উন্নাওতে বিজেপি প্রার্থী স্বামী সাক্ষী মহারাজ এবং গাজিয়াবাদে বিজেপি প্রার্থী প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং।

মহারাষ্ট্রের মুম্বাই সেন্ট্রালে বিজেপি প্রার্থী পুনম মহাজন এবং অরুণাচল পশ্চিমে বিজেপি প্রার্থী হলেন কিরেন রিজিজু।

উত্তর প্রদেশের ২৯টি আসন, মহারাষ্ট্রের ১৬টি আসন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি আসন, আসামের ১০টি আসন, অরুণাচল প্রদেশের দুটি আসন, ছত্রিশগড়ে পাঁচটি আসন, দাদরা ও নগর হাভেলির একটি আসন, জম্মু ও কাশ্মীরের পাঁচটি আসন, কর্নাটকের ২১টি আসন, কেরালার ১৩টি আসন, লক্ষদ্বীপের একটি, মনিপুরের দু’টি, মিজোরামের একটি, ওড়িশার দশটি আসন, রাজস্থানের ১৬টি আসন, সিকিমের একটি, তামিলনাড়ুর পাঁচটি, তেলঙ্গানার ১০টি আসন, ত্রিপুরার দুটি, উত্তরাখণ্ডের পাঁচটি, অন্ধ্রপ্রদেশের দু’টি এবং পশ্চিমবঙ্গের ২৮টি আসন।

পশ্চিমবঙ্গের ৪২টি আসনের সবকটিতে প্রার্থী এখনো চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি। সেই কারণেই আপাতত ২৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যারা প্রার্থী হচ্ছেন- কোচবিহারে নিশিথ প্রামাণিক, আলিপুরদুয়ারে জন বার্লা, রায়গঞ্জে দেবশ্রী চৌধুরী, মালদহ উত্তরে খগেন মুর্মু, যাদবপুরে অনুপম হাজরা, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, দমদমে শমীক ভট্টাচার্য, কলকাতা উত্তরে রাহুল সিনহা এবং বারাসতে মৃণালকান্তি দেবনাথ, জলপাইগুড়িতে জয়ন্ত রায়, বালুরঘাটে সুকান্ত মজুমদার, মালদহ দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, কৃষ্ণনগর কল্যাণ চৌবে এবং জয়নগরে অশোক কান্ডারি এবং মথুরাপুরে শ্যামাপ্রসাদ হালদার।

এ ছাড়া কলকাতা দক্ষিণে চন্দ্র বোস, বীরভূমে দুধকুমার মণ্ডল, মেদিনীপুরে দিলীপ ঘোষ, ঘাটালে ভারতী ঘোষ, তমলুকে সিদ্ধার্থ নস্কর, ঝাড়গ্রামে কুঁয়ার হেমব্রম, আরামবাগে তপন রায় এবং বর্ধমান পূর্বে পরেশ চন্দ্র দাসের নাম ঘোষণা করেছে বিজেপি।

আজকের প্রকাশিত বিজেপি প্রার্থীদের তালিকায় আসানসোলে বাবুল সুপ্রিয়, বসিরহাটে সায়ন্তন বসু, হুগলিতে লকেট চট্টোপাধ্যায়,  শ্রীরামপুরে দেবজিৎ সরকার, ব্যারাকপুরে অর্জুন সিং-এর নাম রয়েছে।

এই কেন্দ্রগুলো ছাড়া বাকি কেন্দ্রগুলোতে আগামী কয়েক দিনের মধ্যেই প্রার্থীদের নাম চূড়ান্ত করে ঘোষণা করতে পারে বিজেপি।

 

 

টাইমস/এসআই

Share this news on: