চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৪৪

চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ব্যাপক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ৬৪০ জন।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ইয়ানচ্যাং এলাকার একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে, এতে ওই এলাকায় মৃদু কম্পনের সৃষ্টি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.২। কারখানাটিতে সার উৎপাদন করা হতো। 

সাম্প্রতিক বছরগুলোতে চীনে শিল্প-কারখানার দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

সিনহুয়া জানায়, আহত ৬৪০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। আর ৫৮ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।

 

 

টাইমস/এসআই

 

 

Share this news on: