বদলাতে পারে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

‘নবরাত্রি’ উৎসবকে সামনে রেখে বিশ্বকাপে বদল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি। এমন খবর বেশ আগে থেকেই গণমাধ্যমের সামনে এনেছে। নতুন খবর, ভারতের ম্যাচ বদলের সুবাদে এবার পরিবর্তন আসতে পারে বাংলাদেশের খেলার সূচিতেও। বিশ্বকাপে বাংলাদেশের অন্তত একটি ম্যাচ পিছিয়ে দেয়া হতে পারে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, একইদিনে ‘নবরাত্রি’ উৎসব এবং ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্র করে নিরাপত্তা বিঘ্নিত হবার শঙ্কা জানিয়েছে গুজরাটের নিরাপত্তা বাহিনী। বিষয়টিকে আমলে নিয়ে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। সেক্ষেত্রে বাংলাদেশের ১৪ তারিখের ম্যাচ পিছিয়ে যেতে পারে।

এবারের বিশ্বকাপে একদিনে সর্বোচ্চ দুটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আইসিসি। এছাড়া ভারতের ম্যাচের দিনে দ্বিতীয় কোন ম্যাচ রাখা হয়নি। সেক্ষেত্রে ভারতের খেলা ১৪ অক্টোবর এগিয়ে আনা হলে, সেদিনের পূর্বনির্ধারিত ‘বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড’ এবং ‘ইংল্যান্ড বনাম আফগানিস্তান’ ম্যাচ দুটির সূচিও পরিবর্তন করা হবে।

প্রাথমিক সূচি অনুযায়ী, ১৪ অক্টোবর দিবা-রাত্রির ম্যাচে খেলার কথা ছিল ইংল্যান্ড ও আফগানিস্তানের। সেই ম্যাচটি চলে যেতে পারে ১৫ অক্টোবর দিবা-রাত্রির সূচিতে। আর ১৪ অক্টোবর সকালে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচটি। সেটি হতে পারে পরদিন সকালে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সেই সূত্র বলেছে, '১৪ অক্টোবর ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে দিবারাত্রির ম্যাচ হওয়ার কথা ছিল, সেটা রবিবার চলে যেতে পারে। কেননা ভারত-পাকিস্তানের ম্যাচটি শনিবার দিবারাত্রির সময়ে নিয়ে আসা হবে।'

আয়োজকদের প্রত্যাশা ভারতের ম্যাচে সর্বোচ্চ দর্শকের উপস্থিতি। বিষয়টিকে মাথায় নিয়ে ১৪ তারিখ চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটিও পিছিয়ে দেয়া হতে পারে।

বিশ্বকাপের এমন সূচির পরিবর্তন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান। ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে হায়দরাবাদে খেলার একদিন পরেই আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের।

বিপরীতে সূচির এমন পরিবর্তনে হলে ভারতের অবশ্য কোনও সমস্যা থাকছে না। ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে দলটি। এরপর ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে খেলার পর ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা।

আর বাংলাদেশেরও খুব একটা সমস্যা হবে না। ১০ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর ১৫ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। এরপরের ম্যাচ খেলবে ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে।

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024