রাজের ফোন কি আমি চুরি করেছি, প্রশ্ন পরীমণির

কয়েকদিন আগেই কলকাতায় যান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা শরিফুল রাজ। সেখানে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যানে তিনি। উৎসবে গিয়ে সিনেমা দেখতে যাওয়ার পর গত ২৯ জুলাই রাতে নিজের ব্যবহারের ফোন হারিয়ে ফেলেন রাজ। চারদিকে অনেক খোঁজাখুঁজির পরও ফোন পাননি। এরপর সহকারীর ফোন থেকে যোগাযোগের চেষ্টা করেন স্ত্রী পরীমণির সঙ্গে।

এ নিয়ে বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যম নিউজ করে। সেই নিউজ সোশ্যাল মিডিয়ায় শেয়ারের সময় অভিনেত্রীকে জড়ানোয় নিউজ পোর্টালের বিরুদ্ধে বিনয়ের সঙ্গেই অনেকটা ক্ষেভ ঝাড়লেন পরীমণি।

মূলত রাজের ফোন চুরির নিউজটি ‘দ্য ওয়াল’ নামের একটি নিউজ পোর্টালও করে। সেই সংবাদটি ফেসবুকে শেয়ার দেয়া হয়। শেয়ারের ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয় পরীমণির নাম। আর এ নিয়েই ক্ষেপেছেন অভিনেত্রী।

নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সেই পোস্টের একটি স্ক্রিনশট পোস্ট করেন। পোস্টে রাজের চেহারা একটি কফিন বক্স দিয়ে ঢেকে রাখা দেখা গেছে।

নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘এই লোকের ফোন চুরির নিউজের সাথে আমারে হ্যাশট্যাগ দেয়ার কি হইলো। চুরি কি আমি করছি? এইখানে অন্তত আমাকে ছেড়ে দিতে পারতেন।’

প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই আলাদা থাকছেন রাজ-পরী। অভিনেত্রীর দাবি—রাজ কোনো খবর নেন না তার। শুধু প্রয়োজন হলে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন রাজ।

Share this news on: