হঠাৎ দেখবেন দেশে গণঅভ্যুত্থান হয়ে গেছে: বিএনপি নেতা দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, হঠাৎ দেখবেন দেশে তৃতীয় গণঅভ্যুত্থান হয়ে গেছে। দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। আর সেই অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার পতন হবে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের সব কারাবন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দুদু বলেন, আন্দোলন বলে কয়ে আসে না। এক সপ্তাহ আগে আইয়ুব খানও বোঝে নাই। এরশাদও এক সপ্তাহ আগে বোঝে নাই যে, তার পতন হবে। শেখ হাসিনাও এখন বুঝতেছেন না। হঠাৎ করে দেখবেন তার পতন হয়ে গেছে। দেশের জনগণ রাস্তায় নেমে এসেছে। এটা হবে দেশের তৃতীয় গণঅভ্যুত্থান।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে এখন আওয়ামী লীগ বলতে কিছু নেই। পুলিশ অফিসার, পুলিশ কমিশনার, এসি, ডিসিরা এখন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। আওয়ামী লীগ শেষ। আমি লিখিত দিতে পারি, যদি এই দেশে ফেয়ার নির্বাচন হয়, আগে তো ১০টি সিট দিতাম, এখন শেখ হাসিনার নিজের জেতাও কষ্ট হয়ে যাবে।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কী জিনিস ব্রিটিশ আমল, পাকিস্তান আমলে মানুষ দে‌খে‌ছে। আর বাংলাদেশে শেখ হাসিনার আমলে নির্বাচন নামে যে তামাশা হয়েছে এর আগে কোনো সরকারের আমলে মানুষ তা দেখেনি। নির্বাচন নিয়ে এরকম তামাশা হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী, ব্রিটিশ বা‌হিনীর কেউ করতে পারেনি। কিন্তু শেখ হাসিনা পেরেছেন।

 

টাইমস/জেডটি

Share this news on: