৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার : সেরা অভিনেতা আল্লু অর্জুন, সেরা অভিনেত্রী আলিয়া-কৃতি

বৃহস্পতিবার ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রণালয়। বলিউড বনাম দক্ষিণের জমজমাট লড়াই। কে হবে সেরার সেরা সেই নিয়ে জল্পনা-কল্পনা চলেছে দিনভর।

রাজা মৌলির ‘আরআরআর’ আগেই বিশ্ব জয় করেছে। অস্কার এনে দিয়েছে দেশকে। এই ছবিও এইবার ছিল প্রতিযোগিতায়। কিন্তু শেষ হাসি হাসলেন আর মাধবন। তার ‘রকেট্রি দ্য নাম্বি এফেক্ট’ সব সিনেমাকে পেছনে ফেলে জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা সিনেমা নির্বাচিত হল।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এবার সব মিলিয়ে ২৮ ভাষার ২৮০টি সিনেমার মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

কে হবেন সেরা অভিনেত্রী সেই নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। চতুর্থবারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার উঠবে কঙ্গনা রানাউতের হাতে, এমন চর্চা ডানা মেলেছিল।

তবে এই দৌড়ে কঙ্গনাকে হারিয়ে দিলেন আলিয়া ভাট ও কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’র জন্য আলিয়া এবং ‘মিমি’র জন্য কৃতি যৌথভাবে সেরা অভিনেত্রী হয়েছে।

‘পুষ্পা’ ঝুকেগা নেহি! তা প্রমাণিত জাতীয় পুরস্কারের মঞ্চে। সেরা অভিনেতার সম্মান গেল আল্লু অর্জুনের ঝুলিতে।

এক নজরে দেখুন সেরাদের তালিকা —

সেরা হিন্দি ছবি- সর্দার উধম (সুজিত সরকার)

সেরা বাংলা ছবি- কালকক্ষ (শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল)

সেরা সহ অভিনেত্রী- পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)

সেরা সহ অভিনতা- পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা গায়িকা- শ্রেয়া ঘোষাল (গান-মায়াভা ছায়াভা, সিনেমা- ইরাভিন নিঝল)

সেরা গায়ক- কাল ভৈরব (গান-কোমুরাম ভীমুডু, সিনেমা-আরআরআর)

সেরা সঙ্গীত পরিচালক- দেবী শ্রী প্রসাদ (পুষ্পা)

সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং কৃতি শ্যানন (মিমি)

সেরা অভিনেতা- আল্লু অর্জুন (পুষ্পা)

সেরা পপুলার ফিল্ম- আরআরআর (এসএস রাজামৌলি)

সেরা সিনেমা- রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (নির্মাতা- আর মাধবন)

Share this news on: