আজিমপুর-ধানমন্ডি চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন

রাজধানীর আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটের চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। এই বাসগুলোর বাইরে এই এলাকায় অন্য কোনো যাত্রীবাহী বাস চলাচল করবে না।

বুধবার কলাবাগান মাঠের সামনে থেকে এ সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

চক্রাকার বাস সার্ভিসে বিআরটিসির ২০ থেকে ২৫টি বাস এই রোডে চলাচল করবে। বাসগুলো দুটি রোডের ৩৬টি স্পটে থামবে। এসব কাউন্টারে পাঁচ মিনিট পর পর একটি করে বাস আসবে। প্রতিটি বাসে উঠার জন্য নিদিষ্ট টিকিট কাউন্টার থাকবে। প্রতিটি বাসে থাকবে অত্যাধুনিক পদ্ধতি এবং বাসের ভিতরে থাকবে এসির ব্যবস্থা। চক্রাকার এ বাস সার্ভিস চলবে সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে। নিজস্ব নিয়ম অনুযায়ী তা চালাবে বিআরটিসি।

বাসের রুট

আজিমপুর-নিউমার্কেট-সায়েন্সল্যাব-ধানমন্ডি ২ নং রোড- সাত মসজিদ রোড-ধানমণ্ডি ২৭ নং রোড – সোবহানবাগ – রাসেল স্কয়ার – কলাবাগান – ৬ নং রোড মোড় – ৩ নং রোড – সায়েন্সল্যাব –নিউ মার্কেট-আজিমপুর –পলাশী-নীলক্ষেত-কাঁটাবন-বাটা ক্রসিং- সায়েন্সল্যাব – ২ নং রোড – সাত মসজিদ রোড।

সোবহানবাগ-রাসেল স্কয়ার – কলাবাগান – ৬ নং রোড ক্রসিং – ৩ নং রোড ক্রসিং – সায়েন্সল্যাব – বাটাক্রসিং – কাঁটাবন – নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট-সায়েন্সল্যাব-৩ নং রোড-৬ নং রোড ক্রসিং – কলাবাগান-সোবহানবাগ-২৭ নং রোড পূর্ব মাথা – ২৭ নং রোড পশ্চিম মাথা – সাত মসজিদ রোড – বিজিবি- ২ নং রোড – ৩ নং রোড ইউটার্ন – সায়েন্সল্যাব –বাটা ক্রসিং – কাঁটাবন –নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট।

টিকিট কাউন্টার

কাঁটাবন-নীলক্ষেত সড়কে এলইডি সাইনের সামনে-বিপরীতে মিরপুর রোডে নিউমার্কেট-সায়েন্সল্যাব রুটে নিউমার্কেট বাস-বে এবং সায়েন্সল্যাব-নিউমার্কেট রুটে বলাকা সিনেমা হলের সামনে, মিরপুর রোডে ঢাকা কলেজ-সায়েন্সল্যাব রুটে টিচার্স ট্রেনিং কলেজ এবং সায়েন্সল্যাব-ঢাকা কলেজ রুটে জনতা ব্যাংক, ধানমন্ডি ২নং রোডে পপুলারের পশ্চিমে এবং সিটি কলেজের পশ্চিমে, সাত মসজিদ রোডে (বিজিবি গেটের পাশে) ব্যাংক এশিয়ার সামনে, সীমান্ত ব্যাংক যাত্রী ছাউনি, সাত মসজিদ রোডে ইউল্যাবের সামনে, মেডিনোভার সামনে, শংকর বাস স্ট্যান্ড, কবি নজরুল ইন্সটিটিউট ইন্টারসেকশন (জেনেটিক প্লাজার সামনে ও বিপরীতে), কলাবাগান মাঠের বিপরীতে ও পাশে পলাশী মোড় ও আজিমপুর মোড়।

উদ্বোধনের পর মেয়র সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা শহরের যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে দুই সিটি করপোরেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হলো।’

মেয়র বলেন, ‘বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলো সাশ্রয়ী খরচে যাত্রীদের সেবা দেবে। আশা করি যাত্রীরা নিজেদের সম্পদ মনে করে বাসগুলোর যত্ন নেবেন।’

দূরত্ব অনুযায়ী এ বাসের ভাড়া হবে  ১০, ২০ ও ৩০ টাকা। নির্ধারিত রুটের ৩৬টি স্থানে বাস থামবে। সেখানে যাত্রীদের জন্য করা হয়েছে টিকেট কাউন্টার। টিকেট কিনে লাইনে দাঁড়িয়ে বাসে উঠতে হবে যাত্রীদের।

ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর এলাকায় চক্রাকার পথে এই বাস সেবা চালুর ফলে ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, শপিং ও হাসপাতালে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমে আসবে বলে আশা করছে সরকার।

মেয়র বলেন, ‘এ ধরনের বাস সেবা চালুর ফল নগরবাসী যেমন স্বস্তিতে গন্তব্যে যেতে পারবে, তেমনি যানজটও দূর হবে। প্রাইভেট কারসহ অন্যান্য ছোট পরিবহনের ওপর নির্ভরতা কমে যাবে।’

এর আগে সোমবার এই সেবা চালুর তারিখ নির্ধারণের কথা জানিয়ে মেয়র বলেছিলেন, তিনটি এলাকায় এই চক্রাকার বাস সেবা চালু করা হবে। প্রথমে ধানমন্ডিতে এই সার্ভিস চালু হচ্ছে। এরপর উত্তরা ও মতিঝিল এলাকাতেও ‘সার্কুলার বাস’  চালুর পরিকল্পনা রয়েছে।

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান ও বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআর/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সকালে এই ৫ পানীয় পান করলেই সুন্দর হবে চুল May 07, 2024
img
সোনার দাম ভরিতে বাড়ল সাড়ে ৪ হাজার টাকা May 07, 2024
img
৪ বছরের মধ্যে ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা নিয়ে এলো ভিভো ভি৩০ লাইট May 07, 2024
img
রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের May 07, 2024
img
কুষ্টিয়ায় বেঙ্গল টোব্যাকো গোডাউনে অভিযান: রাজস্ব ফাঁকির অভিযোগ May 07, 2024
img
উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করুন : প্রধানমন্ত্রী May 07, 2024
img
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের এক সন্ত্রাসী নিহত, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার May 07, 2024
img
ব্র্যাক ড্রাইভিং স্কুল-এর প্রশিক্ষণ উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা May 07, 2024
img
ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারীদের প্রতি সিইসির কঠোর হুঁশিয়ারি May 07, 2024
img
ইউটিউব ট্রেন্ডিংয়ে কোক স্টুডিও বাংলা, ফের সমালোচনা May 07, 2024