সালমানের ‘টাইগার ৩’র গর্জনে কাঁপছে বলিউড!

বলিউডের অন্যতম আইকনিক জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত অ্যাকশন-প্যাকড এন্টারটেইনার ‘টাইগার ৩’ রিলিজ হতে বাকি হাতেগোনা কয়েকটা দিন। এরইমধ্যে সিনেমাটি ঘিরে দর্শক উন্মাদনা চোখে পড়ার মতো। অগ্রিম বুকিংয়ে একের পর এক রেকর্ড গড়ছে এই ছবি। পাঠান ও জওয়ানকে টক্কর দিতে তৈরি টাইগার।

এবার বক্স অফিসের সব হিসেব-নিকেশ বদলে নতুন রেকর্ড গড়বেন সালমান খান, সেই আশায় বুক বাঁধছেন ভাইজানের ফ্যানরা। শোনা যাচ্ছে শুধু বক্স অফিসে নয়, টাইগার থ্রি যশরাজ স্পাই ইউনিভার্সের মধ্যে সর্বোচ্চ সংখ্যক অ্যাকশন সিকোয়েন্স নিয়ে নির্মিত হয়েছে।

মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’-এ দুর্দান্ত ১২টি অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যা স্পাই মহাবিশ্বে সর্বোচ্চ সংখ্যার রেকর্ড। সেই সব সিকোয়েন্সের মধ্যে রয়েছে মুখোমুখি তীব্র লড়াই, বুলেটের ব্যারেজ, যানবাহন বিস্ফোরণ এবং রোমহর্ষক টানটান ধাওয়া করার কিছু দৃশ্যও। মনে করা হচ্ছে টাইগার থ্রিয়ের অ্যাকশন আগের সব সিনেমা থেকে আলাদা ধাঁচের হবে।

পরিচালক মণীশ শর্মা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এই সিনেমার অ্যাকশনটি নিছক দর্শনের জন্য নয়; এটা তাদের গল্পের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের সময়ের প্রধান হলিউড মুভিগুলোর অ্যাকশন দৃশ্যের মতোই করা হয়েছে টাইগারের অ্যাকশন দৃশ্যগুলো। আমাদের ১২টি আশ্চর্যজনক অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যার প্রতিটিই দর্শকদের চমকে দেবে। এই সিকোয়েন্সগুলো আইম্যাক্সে একেবারে বিশ্বমানের দেখাবে। আমরা এই ফিল্ম এবং এর সিকোয়েন্সগুলো এমনভাবে তৈরি করেছি যে দর্শকরা হলে দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আশ্চর্যজনক ক্লাইম্যাক্স দেখতে পাবে।’

‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। তবে এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ‘পাঠান’ ও ‘টাইগার’-এর যুগলবন্দি। এই ছবিতে শাহরুখ খান ক্যামিও চরিত্রে হাজির থাকবেন। শোনা যাচ্ছে হৃতিক রোশনও থাকছেন ‘টাইগার ৩’-এ। প্রথমবারের মতো যশরাজ স্পাই ইউনিভার্সের তিন বড় তারকাকে একসঙ্গে দেখা যাবে। তাই এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে ‘টাইগার ৩’।

Share this news on:

সর্বশেষ

img
কবে, কোথায় আর কীভাবে শুরু হয়েছিল মা দিবস উদযাপন May 12, 2024
img
সন্ত্রাসী গোষ্ঠীগুলো রোহিঙ্গা ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে: পররাষ্ট্রমন্ত্রী May 12, 2024
img
মা দিবসে মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি May 12, 2024
img
বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়ে হোয়াইটওয়াশ আটকাল জিম্বাবুয়ে May 12, 2024
img
বাইডেনের চিঠির ফলোআপ করতে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের May 12, 2024
img
১০ দিনে এলো ৮১ কোটি ডলারের রেমিট্যান্স May 12, 2024
img
৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে সৌদি সরকারের তাগিদ : স্বরাষ্ট্রমন্ত্রী May 12, 2024
img
চাকরির বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলন: গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন May 12, 2024
img
কুমিল্লায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন May 12, 2024
img
বাংলাদেশে বিনিয়োগ করতে ইতালির ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর May 12, 2024